Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ পৌষে বর্ষার বর্ষন ও শিলাপাত বগুড়ায়

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৫:৪৪ পিএম

পৌষের শেষ প্রান্তিকে বগুড়ায় মাঝরাতে যে বৃষ্টি হয়ে গেল আবহাওয়াবিদরা তাকে বর্ষাকালের বর্ষনের সাথে তুলনা করেছেন।
বৃহস্পতিবার এবিষয়ে তথ্য চাইলে বগুড়া আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক আশিকুর রহমান জানান, বগুড়ায় বুধবার রাতে দুই দফায় বৃষ্টি হয়েছে ১৬ মি,মি।
এরমধ্যে প্রথমে রাত সাড়ে ১০টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মি,মি,এবং রাত তিনটা থেকে তিনটা ৪৪ মিনিট পর্যন্ত ১ মি,মি বৃষ্টি হয়েছে।
সেইসাথে হয়েছে শিলাপাতও।
এই পরিমাণে বৃষ্টি সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে বলে জানান তিনি।
বৃষ্টিতে ধুয়েমুছে গেছে ধুলো বালি। প্রকৃতি হয় উঠেছে ঝরঝরে তরতাজা। তবে এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে সরিষাফুল ও আলুর বলে জানিয়েছেন কৃষি বিভাগের উপপরিচালক মোঃ দুলাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ