Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নিয়ে বিএনপির না ভাবলেও চলবে: কুষ্টিয়ায় হানিফ

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৫:১৭ পিএম

আওয়ামী লীগ নিয়ে বিএনপির না ভাবলেও চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে তাদের সৃষ্টি। তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না। তাই এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ