Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেগান ফক্স-কেলির বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৪:২৬ পিএম

সাইফাই জনরার ট্রান্সফরমার চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া মেগান ফক্স আবারও আনুষ্ঠানিক সম্পর্কে জড়ালেন। দেড় বছর একসঙ্গে ডেটিং করার পর অবশেষে বাগদানের কাজটা সেরে ফেললেন মেগান ফক্স ও মেশিন গান কেলি। ইন্সটাগ্রামে একটি ছোট ভিডিও শেয়ার দিয়ে অভিনেত্রী মেগান ফক্স তাদের সম্পর্কের কথাটি জানান।

জানা গেছে, গত ১১ জানুয়ারি বাগদান সম্পন্ন হয়েছে মেগান ফক্স ও মেশিন গান কেলির।

মেগানের ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিওতে মেশিনগান কেলিকে হাঁটু গেড়ে মেগান ফক্সকে প্রপোজ করতে দেখা যায়। এক পর্যায়ে আবেগী হয়ে প্রেমিকে সামনে নিজেও হাঁটু গেড়ে বসে পড়েন মেগান। তখনই মেগানের হাতে বাগদানের আংটি পরিয়ে দেন কেলি। এ ছাড়া ইন্সটাগ্রাম পোস্টে ফক্স আরও জানিয়েছেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা একে অপরের রক্ত পান করেছেন।

ভক্তদের জন্য নিজের বাগদানের আংটির ছবি শেয়ার করেছেন মেগান। নিজেদের জন্মতারিখের সাথে মিল রেখে হীরা-পান্নাখচিত আংটি বেছে নিয়েছেন তারা। মেগান-কেলি জুটির বাগদানের খবরে অভিনন্দন জানিয়েছেন একাধিক তারকা।

মেগান ও কেলির প্রথম সাক্ষাৎ হয় ‘মিডনাইট’ নামের ক্রাইম জনরার একটি ড্রামা সিরিজের সেটে। ব্রায়ানের সঙ্গে ছাড়াছাড়ি হলে কেলির সঙ্গে মেগান আরও ঘনিষ্ঠ হয়ে পড়েন। তাদের সম্পর্কের দেড় বছর পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো।

৩৫ বছর বয়সী মেগান ফক্স এর আগে ব্রায়ান অস্টিনকে ২০১০ সালে বিয়ে করেন। প্রায় ১০ বছর একসঙ্গে থাকার পর ২০২০-এর মে মাসে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। মেগান ও ব্রায়ানের ঘরে ৩ ছেলে রয়েছে। অন্যদিকে মেশিনগান কেলি এর আগে কখনো বিয়ে করেননি। তার বান্ধুবী ছিলেন এমা ক্যানন। কেসি নামের একটি ১২ বছর বয়সী কন্যাসন্তান আছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ