Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীবাড়ীতে দেয়াল টপকে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে প্রবেশ

টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ২:৩৫ পিএম

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি টিকাকেন্দ্রে ওই প্রতিষ্ঠানের দেয়াল টপকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। এ সময় প্রচন্ড হুড়োহুড়ি কারণে কমপক্ষে ১০ শিক্ষার্থী সামান্য অসু¯হ হয়ে পরেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, ওই কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ৩টি উচ্চ বিদ্যালয় ও একটি মহিলা মাদরাসার প্রায় ৩১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী টিকা দেওয়ার জন্য সকাল ৯টা হতে ভিড় জমায় কয়েক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এ সময় শিক্ষার্থীদের প্রচÐ চাপের কারণে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে । এদিকে ওই প্রতিষ্ঠানের দেয়াল টপকে শিক্ষার্থীদের টিকাকেন্দ্রে প্রবেশ করতেও দেখা গেছে। ছাত্রদের পাশাপাশি এমনকি ছাত্রী শিক্ষার্থীরা দেয়াল টপকে টিকা দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করেছেন।

প্রত্যক্ষদর্শী সাদিকুল হোসেন (১৫)নামে এক শিক্ষার্থী জানায় , আজ সকাল ৯ টায় টিকাকেন্দ্রে টিকা দিতে এসেছি । এসেই দেখি আমার মত কমপক্ষে আরও ৩/৪ হাজার শিক্ষার্থী টিকা দেওয়ার জন্য এখানে জড়ো হয়েছে। সকাল হতে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে এখনো কেন্দ্রে প্রবেশ করতে পারিনি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না দৈনিক ইনকিলাব কে বলেন, আজকে চারটি প্রতিষ্ঠানের ৩১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা রয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি করে নির্দিষ্ট সময়ে টিকাকেন্দ্রে আসতে বলা হয়েছিল। কিন্তু সকল শিক্ষার্থীরা সকাল ৯টার দিকে একসাথে চলে আসায় এখানেও শিক্ষার্থীদের জট সৃষ্টি হয়। আমরা প্রথমে ১০টি বুথের মাধ্যমে টিকা দেয়া শুরু করলেও পরে শিক্ষার্থীদের হুড়োহুড়ি দেখে এখন ১৫টি বোথ প্রতিস্থাপন করে টিকা দিচ্ছি। টিকা দেওয়ার জন্য এসি রুমের প্রয়োজন হওয়ায় টঙ্গিবাড়ী উপজেলাল অন্য কোন প্রতিষ্ঠানে এসি রুম না থাকায় এই একটি প্রতিষ্ঠানেই টিকা দিতে বাধ্য হচ্ছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ