Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি পেল দাউদকান্দির প্রতিবন্ধী তরুণী অনিতা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৭:৫০ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামের শিক্ষিত শারীরিক প্রতিবন্ধী তরুণী অনিতার চাকরির ব্যবস্থা করে দিয়ে নিজের কথা রাখলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন।

গত বছর করোনাকালীন মানবিক সহায়তা দেওয়ার জন্য বাজরা গ্রামে গিয়ে ওই প্রতিবন্ধী তরুণী অনিকার শিক্ষাজীবন ও বর্তমান মানবেতর জীবনের কথা শুনে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন। এরপর তিনি বিষয়টি নিয়ে তার বাবা স্থানীয় এমপি সুবিদ আলী ভূঁইয়া ও তার মায়ের সাথে কথা বলেন।

গত মঙ্গলবার প্রতিবন্ধী তরুণী অনিকার জন্য ওই উপজেলার জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হয়। এমপি সুবিদ আলী ভূঁইয়ার সহধর্মিণী ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমনের মাতা এবং জেনারেল ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বেগম মাহমুদ ভূঁইয়া ওই বিদ্যালয়ে নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধী অনিকাকে তার কর্মস্থলে যোগদান করান।

এসময় বেগম মাহমুদ ভূঁইয়া বলেন, ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে অনিকা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। তবে জীবন যুদ্ধে দমে যায়নি। নিজেকে সমাজের বোঝা হিসেবে না দেখে অনেক কষ্ট করে লেখাপড়া করে নিজেকে যোগ্য এবং শিক্ষিত হিসেবে গড়ে তুলেছে। হার না মানা অনিকাকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে চাকরি দেয়ার সুযোগ করে দিতে পেরে আমরা ভূঁইয়া পরিবার গর্বিত এবং নিজেদের ধন্য মনে করছি।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন বলেন, গত বছর করোনাকালীন সময়ে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে যখন কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা বিতরণ করতে যাই, তখন অনিকাকে প্রথম দেখতে পাই। নানা সংকীর্ণতায় একজন নারী নিজেকে সমাজের বোঝা হিসেবে না রেখে আর দশজন স্বাভাবিক মানুষের মত নিজেকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলেছেন। আমি তখন কথা দিয়েছিলাম তাকে চাকরির ব্যবস্থা করে দেব। অবশেষে তাকে সামাজিক মর্যাদা এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ