Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ বন্দর ও সিদ্ধিরগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন করেছি : আইভী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৭:১৩ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আজ বলেছেন, তার মেয়র পদে দায়িত্ব পালনকালে সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ‘আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বন্দর ও সিদ্ধিরগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন করেছি।’

আজ বুধবার সকালে নগরীর টানবাজার র‌্যালিবাগান বস্তিতে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।

ডা. আইভী বলেন, আমি নিতাইগঞ্জে ঋষিপাড়া বস্তিতে তিনটি ১০তলা ভবন নির্মাণ করছি। যাতে সেখানে বস্তির বাসিন্দারা আরো ভালোভাবে বসবাস করতে পারেন। আপনাদের বস্তির পাশের রাস্তা সরু ছিলো আমি রাস্তা প্রশস্ত করে দিয়েছি। মেথরপট্টির পাশ দিয়ে নতুন রাস্তা তৈরি করেছি।

তিনি বলেন, আগে বস্তিতে পানি জমে থাকতো, খোলা ড্রেন ছিলো। আমি জলাবদ্ধতার সমস্যার সমাধান করেছি। এছাড়া গভীর ড্রেন, ঢাকনাওয়ালা ড্রেন নির্মাণ করেছি। সুপেয় পানির ব্যবস্থা করেছি।

বস্তির ভেতর উন্নয়নমূলক কাজ করায় জায়গার দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আপনাদের বস্তির কাগজপত্র ঠিক থাকে তাহলে প্রধানমন্ত্রীর তহবিল ব্যবহার করে এখানেও বহুতল আধুনিক ভবন নির্মাণ করে দেবো।

নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডা. আইভী বলেন, নৌকা মার্কায় আমাকে ভোট দিবেন কারণ আমার সময়ে আপনারা শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছেন।

তিনি বলেন, যার কাছে সহজে যেতে পারবেন, যার সাথে সহজে মিশতে পারবেন তাকে ভোট দিবেন। ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, বিগত বছরগুলোতে মেয়র পদে দায়িত্ব পালনকালে কোন দিন আমি বা আমার লোক আপনাদের কাছে এক টাকাও চাঁদা চায়নি। আপনারা শান্তিতে ব্যবসা করেছেন। আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে থাকবো।

এখানে তার নির্বাচনী প্রচারণা শেষে তিনি টানবাজার, নয়ামাটি, সুতারপাড়া, ডালপট্টিসহ ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ