Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের অগ্নিকান্ডে ঘটনাস্থল পরিদর্শন করলেন তৈমূর-আসিফ

নারায়নগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৬:৪৮ পিএম | আপডেট : ৬:৪৮ পিএম, ১২ জানুয়ারি, ২০২২

নারায়ণগঞ্জের মন্ডনপাড়া নগরভবনের অদূরে অগ্নিকান্ডের খবরে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিদর্শন করে সার্বিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নাসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি কর্কশিট ও ফোম কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নির্বাচনী গণসংযোগে ছিলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ।

দুপুরে নির্বাচনের গণসংযোগ শেষ করে আগুনের ঘটনাস্থলে ছুটে যান তিনি। এসময় তিনি ও কন্ঠ শিল্পী আসিফ আকবর আগুনের ক্ষয়ক্ষতি ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্থদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপিসাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ