বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জে গ্যাসের সিলিন্ডারের আগুনে ভস্মিভূত হয়েছে ৩টি বসতঘর।
বুধবার দুপুরে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা পৌনে ১১টার দিকে বসুরহাট পৌরসভার শুটকি ঘোনা এলাকার জাবেদের রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে আরও তিনটি বসতঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবার গুলো দাবি করেন, এ অগ্নিকান্ডে তাদের ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সেকেন্ড অফিসার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, খবর পেয়ে একঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে। এর আগে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।