Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকে লোকারণ্য সিলেট বিএনপির সমাবেশ, বাদ আসর বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৪:০৫ পিএম | আপডেট : ৪:৩৭ পিএম, ১২ জানুয়ারি, ২০২২

লোকে লোকারণ্য হয়ে উঠেছে সিলেট বিএনপির সমাবেশ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ সমাবেশ চলছে সিলেটে। শহরতলির টুকেরবাজারে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার টুকেরবাজারে আমাদের সমাবেশ চলছে। সমাবেশ হাজার হাজার জনতার উপস্থিতি ঘটেছে। দলীয় সকল পর্যায়রে নেতারাও রয়েছেন উপস্থিতি। সমাবেশে উপস্থিত বিএনপি ্ও অংগ সংগঠনের অনেক কর্মী বলেন, পূর্ব ঘোষিত এই সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতি ঘটেছে। এখন স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। আছরের নামাজের পর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশ সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশের সভাপত্বি করছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ