বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাড়ে ১৬ লাখ টাকাসহ এক অপহরকারীকে আটক করেছে র্যাব। এছাড়া পৃথক আরেকটি অভিযানে র্যাব পরিচয়ে প্রতারণা চক্রের তিন নারীসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার নগরীর শাকতলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৭ জানুয়ারী কুমিল্লা সদর দক্ষিন থানার আশ্রাফপুর গ্রামে কাজী আব্দুর রকিব তার ছেলে কাজী ওমর শরীফ নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিত অভিযোগ করেন।
পরে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে মো. সোহরাব হোসেন বিপ্লব নামে এক অপহরণকারীকে আটক করে। এসময় তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অপহরণকারীর দেয়া তথ্যমতে অপহৃত কাজী ওমর শরীফকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়।
আরেকটি অভিযানের বিষয়ে র্যাবের উপ-পরিচালক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র পরিকল্পিতভাবে নারীদের ব্যবহার করে ফাঁদ পেতে কৌশলে মানুষকে জিম্মি করে। এছাড়াও র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো। এমন অভিযোগে গত সোমবার রাতে কুমিল্লার জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন নারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। আটকদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের ব্যবহৃত পোশাক, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা গ্রামের মো. আনোয়ার হোসেন, সদর দক্ষিণ থানার দিশাবন গ্রামের জুম্মন মিয়া, চান্দিনা থানার অম্বলপুর গ্রামের জোসনা আক্তার, কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের হাসি আক্তার এবং তার আপন ছোট বোন মিন্নি আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।