Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। তাদের মধ্যে কদমতলীর মাতুয়াইল এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মামুন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে মাতুয়াইল আদর্শনগরে এ দুর্ঘটনা ঘটে। পরে মামুনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান। মামুন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মন্টু মিয়ার ছেলে।

নিহত মামুনের চাচা আতিকুর রহমান জানান, তারা বেশ কয়েকদিন ধরে ভবনটিতে কাজ করছিলেন। মামুন রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল দুপুরে ১০তলা ভবনের দ্বিতীয় তলা থেকে বাঁশ নিয়ে উপরে উঠছিলেন মামুন। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গায় পড়ে যান। পরে আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

এর আগে গত সোমবার রাতে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স প্রায় ২২ বছর। ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) সানু মং জানান, কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই নারী। জামালপুরগামী কমিউটার ট্রেন তাকে এ সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ