Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতু প্রকল্পে জমি অধিগ্রহণ : শিবচরে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্থরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ক্ষতিগ্রস্থরা এই বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য দুই বছর আগে ভ‚মি অধিগ্রহণ করে সরকার। একই প্রকল্পের ফরিদপুর ও শরীয়তপুর অংশের বিল প্রদান করা হলেও মাদারীপুরের শিবচর উপজেলার ১৭টি মৌজায় অধিগ্রহনকৃত জমি ও অবকাঠমোর বিল প্রদান করা হয়নি। এতে করে ক্ষতিগ্রস্থরা মানবেতর জীবনযাপন করছে। তাই ক্ষতিপূরণের বিল দ্রæত প্রদানের দাবিতে ক্ষতিগ্রস্থরা বিক্ষোভ মিছিল করেছে।
ক্ষতিগ্রস্থ বাবু মোল্লা বলেন, আমাদের জমি অধিগ্রহণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিল প্রদান করা হচ্ছে না। একই প্রকল্পের শরীয়তপুর ও ফুরিদপুরের বিল প্রদান করা হয়েছে কিন্তু দুঃখজনক আমাদের অনেকেই জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করলেও দীর্ঘদিনেও ক্ষতিপূরণ পাইনি। আমরা ক্ষতিগ্রস্থরা দ্রæত ক্ষতিপূরণের দাবি জানাই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ