বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জেলা সমাবেশের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা বিএনপির দুই গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির নেতা মুন্নু মোল্লা, সাছিরুল ইসলাম তিতাস, মোরাদ হোসেন, শামিম মোল্লা ও নুরুল ইসলামসহ ৫ জন আহত হয়েছে। তারা বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মো. মাইনউদ্দিন আহম্মেদ বলেন, আগামী ১৭ জানুয়ারি রাজবাড়ী জেলায় বিএনপির জেলা সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড়ে প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন বিএনপি। এ সময় তাদের অভ্যন্তরে কোন্দলের কারনে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
পরে গোয়ালন্দ মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এদেশের ১৮ কোটি মানুষের মনে বসবাস করেন। যে কারণে দেশের মানুষের একটাই দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি। এই দাবি নিয়ে আগামী ১৭ জানুয়ারি রাজবাড়ী জেলায় বিএনপির শান্তিপুর্ন জেলা সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। শান্তিপুর্ন কর্মসূচি বাস্তবায়ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।