Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় গ্রেফতার ৮

ফরিদপুর জেলা সংবাদাতা : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ফরিদপুরের ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও মহিলাসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার তাদের ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি সেলিম রেজা, ওসি তদন্ত বিকাশ মন্ডল ও এসআই আজাদের নেতৃত্বে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার নূর মোহাম্মদ, ছোটন দাশ, ভাঙ্গা উপজেলার আমির হোসেন, কৃষ্ণ মন্ডল, খোকন সর্দার, মাকসুদা আক্তার, জমেলা খাতুন, রিংকু বেগম ।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালাই। এসময়ে পুলিশ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় মহিলাসহ ৮ জনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামি ইয়াবা ব্যবসায়ী ছোটন দাসের পেটের ভেতর থেকে ১ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ৮ আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ