Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভার জীবনে গত বছরটি কেন গেম চেঞ্জার?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

টিভি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ও সাংসারিক জীবন নিয়ে অনেক নেতিবাচক দি উঠে এসেছে। একাধিক বিয়ে করেও কোথাও থিতু হতে পারেননি। তবে তার প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জণ থেমে থাকেনি। সম্প্রতি শোনা যাচ্ছে, সঙ্গীতশিল্পী ইমরানের সাথে প্রেমের গুঞ্জণ। এ প্রেমের গুঞ্জণ শুরু হয়, ইমরান যখন প্রভার গাওয়া একটি গানের সঙ্গীত পরিচালনা করেন। এ বিষয়ে তখন প্রভা বলেছিলেন, তাদের দুজনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রভা এ কথা বললেও, বিভিন্ন জায়গায় তাদের একসাথে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে থাকলে প্রেমের গুঞ্জণটি আরও জোরালো হয়ে উঠে। এখন পর্যন্ত প্রভা ও ইমরান এ বিষয়ে কথা বলেননি। তবে গত রোববার ইন্সটাগ্রামে প্রভা নিজের একটি ছবি পোস্ট করে যা লেখেন, তাতে ইমরানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রচ্ছন্নভাবে ফুটে উঠে। প্রভা গত বছরটিকে তার জীবনে গেম চেঞ্জার উল্লেখ করে লিখেন, গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী। তিনি লিখেন, কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়। সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়। নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ