রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ ভবনের মেরামত ও সংস্কারের কাজে ১ কোটি ৮ লাখ ৮৮ হাজার টাকা সরকারি বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এই বরাদ্দকৃত অর্থ দিয়ে ইউনিয়ন পরিষদ ভবন মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। ২০২১-২২ অর্থবছরের বাজেটে ইউনিয়ন পরিষদ খাতের আওতায় পন্য ও সেবা বাবদ সহায়তা খাতে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দাউদকান্দি উপজেলায় ৮টি ইউনিয়ন এবং মেঘনা উপজেলায় ৩টি ইউনিয়নে এই বরাদ্দ দেয়া হয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার তার উন্নয়নের ছোঁয়া প্রতিটি ইউনিয়ন এবং গ্রামে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে এরই ধারাবাহিকতায় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপির সুপারিশে দাউদকান্দি এবং মেঘনা উপজেলার জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনের আধুনিকায়নসহ সংস্কার কাজ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ প্রদান করেছেন।
কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন বলেন, সুবিদ আলী ভূঁইয়া এমপির নেতৃত্বে দাউদকান্দি মেঘনায় উন্নয়নমূলক কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।