Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমার চুল কখনও পাকবে না, বললেন শের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম


সা¤প্রতিক বছরগুলোতে গায়িকা-অভিনেত্রী শের বেশ কয়েকবার তার চুলের রঙ বদলে তার নিজেকে আবিষ্কার করার তার চিরদিনের পরিচিতি বজায় রেখে চলেছেন। তার পরিচিত কৃষ্ণ বর্ণের চুল বদলে তিনি সোনালী চুলে আত্মপ্রকাশ করেছেন, লাল চুলেও তাকে দেখা গেছে। চুলে রঙ লাগান তিনি কখনও থামাননি। তিনি এই কাজটি চালিয়ে যাবেন নিশ্চিত করতে গিয়ে বলেন, পাকা চুল মেনে নেয়া অন্য মেয়েদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হলেও আমার কাছে নয়। তিনি আরও বলেন, বিষয়টি আমোদ করার জন্য আমি মনে করি একজন মানুষ যখন অন্য আরেকজনের সাজ নিয়ে উদ্বেগ করে তাদেরই নিজেদের সামলানো দরকার। তিনি জানান, এতবার তিনি নিজের সাজ বদলেছেন তা যাচাই করে দেখাও এক ধরণের আনন্দের বিষয়। তিনি বলেন, এখন এসব সহজ মনে হয়। কিন্তু আমি আমার সব সাজই পছন্দ করি। আমার কিছু সিদ্ধান্ত হাস্যকর ছিল, তাতে অবশ্য কিছু যায় আসে না। তিনি জানান, প্রসাধন ও সুগন্ধি সামগ্রীর বিজ্ঞাপনে অংশ নেয়া শুরু করার পরই তাকে নিয়ে বেশি সমালোচনা করা হয়েছে। তিনি জানান এজন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে। তিনি বলেন, সিদ্ধান্ত সবসময় ঠিক হয়না, তবে এগিয়ে তো যেতেই হবে। বড় লক্ষ্য রেখে কাজ করতে হয় আর এগিয়ে যেতে হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ