Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে ‘বাঘের পায়ের ছাপ’

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসিন সাহেবের হুলায় বাঘের পায়ের একাধিক ছাপ দেখা গেছে।
স্থানীয়রা ধারণা করছেন, গত সোমবার দিনগত রাতে মালঞ্চ নদী পার হয়ে সুন্দরবনের বাঘ লোকালয়ে এসেছিল। যার একাধিক পায়ের ছাপ মহসিন সাহেবের হুলায় মালঞ্চ নদীর চরে দেখা গেছে।
স্থানীয় পর্যটক গাইড ও প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম জানান, গতকাল মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক বেড়িবাঁধের কাজ করতে গিয়ে প্রথমে বাঘের পায়ের ছাপগুলো দেখতে পায়। পরে বনবিভাগের লোকজন এসে ছবি তুলে নিয়ে যায়।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে বনবিভাগের টিম পাঠানো হয়। একই সাথে পাহারার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের সতর্ক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ