রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনাকালীন ১৭ মাসে মাগুরা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়ে জেলায় ২ হাজার ৮২৭ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। বাল্যবিয়ের শিকার এসব শিক্ষার্থীদের অনেকেই জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের সদস্য। জেলা শিক্ষা অফিসের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপে জানা যায়, জেলার ৪ উপজেলার প্রায় ৩ শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির ৪২ হাজার ৭৪ শিক্ষার্থীর মধ্যে করোনাকালীন সময়ে বাল্যবিয়ের শিকার হয়েছে ২ হাজার ৮২৭ জন।
জরিপে উল্লেখ করা হয়েছে, মাগুরা সদর উপজেলায় ১ হাজার ২০৫ জন, মহম্মদপুর উপজেলায় ৯ হাজার ৮২৫ জন ছাত্রীর মধ্যে ৬৮০ জন, শালিকা উপজেলায় ৬ হাজার ১৯২ জন ছাত্রীর মধ্যে ৫২৭ জন এবং শ্রীপুর উপজেলায় ৭ হাজার ৩৩১ জনের মধ্যে ৪১৫ জন বাল্যবিয়ের শিকার হয়েছে। জরিপে উচ্চ মাধ্যমিক মিক্ষার্থীদের বিবাহের তথ্য প্রকাশ করা হয়েছে। এদের বেশির ভাগ ছাত্রীরা বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না। এদের মধ্যে মাগুরা সদর উপজেলায় ৬ হাজার ৯৫২ জনের মধ্যে ১৫৫ জন, শালিখা উপজেলায় ৯৬৯ জনের মধ্যে ৪৬ জন, মহম্মদপুর উপজেলায় ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ১৪০ জন এবং শ্রীপুর উপজেলায় ১ হাজার ৫৫৩ জনের মধ্যে বাল্যবিয়ে হয়েছে ১২৩ জনের। জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর জানান, সরকারি নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তারা জরিপের কাজ করেছেন। এসব বাল্যবিয়ের কারণ হিসেরে দেখা গেছে দারিদ্রতার কারণেই অভিভাবকরা তাদের কন্যাদের বিয়ে দিয়েছেন। এদের অনেকেই শ্বশুর বাড়ি য়াবার পর আর পড়া লেখা করতে আগ্রহী না বা শ্বশুরবাড়ির লোকেরা পড়াতে রাজী না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।