Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সীতাকুন্ড পৃথক দূর্ঘটনায় ছাত্রলীগ কর্মীসহ নিহত ২

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৮:২৬ পিএম

সীতাকুন্ডে পৃথক দূর্ঘটনায় দুই ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার ফৌজদারহাট ও ভাটিয়ারী এলাকায় এদুটি দর্ঘটনা ঘটে। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন বেলা আনুমানিক সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী এলাকায় আব্দুল লতিফ বাদন(৬৫) নামক এক ব্যক্তি রেল লাইন অতিক্রম করছিল।এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত বাদন ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কলেজ পাড়ার মৃত মোঃ আব্দুল মতিনের ছেলে। এবিষয়ে ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদন নামক এক ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি এখনো। অন্যদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কের জলিল স্টেশান এলাকায় নিজের মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট জলিল স্টেশান এলাকার বাসিন্দা মতিন বাসার ছেলে ছাত্রলীগ কর্মী মোঃ মারুফ (১৮)। পরে তাকে চমেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম বলেন, বেলা আনুমানিক ১১টার দিকে মারুফ নামক ঐ যুবক মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারিখঃ ১১/০১/২০২২ শেখ সালাউদ্দিন,০১৮৫৬৪৬০০৮২



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ