Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভোট একটি আমানত, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন’

নাসিক নির্বাচন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৮:০৪ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড-২ এর কাউন্সিলর প্রার্থীদের মুখে ফুটে ওঠেছে, ভোট একটি আমানত, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন। কেউ কেউ বলছেন, টাকার বিনিময়ে অসৎ ও দুর্নীতিবাজদের ভোট দেবেন না। কেউবা সন্ত্রাস ও চাঁদাবাজদের ভোট না দেয়ার কথাও বলছেন।প্রার্থীদের সাথে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ আবদুল অদুদ।

২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. ইকবাল হোসেন ইনকিলাবকে বলেন, আমার প্রত্যাশা ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।তিনি বলেন, আমি গত ৫ বছরে অনেক উন্নয়ন করেছি।৮০ শতাংশ কাজ করেছি।বাকী ২০ শতাংশ কাজ করার জন্য তথা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমি লাটিম প্রতীকে ভোটারদের রায় চাই।নির্বাচিত হলে তিনি ২নং ওয়ার্ডে একটি খেলার মাঠ, কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি হসপিটাল ও শিশুদের জন্য একটি পার্ক করবেন বলেও উল্লেখ করেন।তিনি বলেন, ভোট একটি আমানত। জনগণ যেন ভালো লোককে ভোট দেয়, এটাই আমার প্রত্যাশা।

অপর প্রার্থী নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সেভেন মার্ডারের ঘটনার শিকার সাবেক প্যানেল মেয়র শহীদ নজরুল ইসলামের শ্যালক বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মো. শফিকুল ইসলাম ইনকিলাবকে বলেন, সৎ, যোগ্য ও উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে আমি ঝুড়ি প্রতীকে ভোটারদের ভোট প্রত্যাশা করছি।তিনি বলেন, নজরুল ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসা একটুও কমেনি।তাই তারা আমাকে নির্বাচিত করে নজরুল ভাই ও সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি আপার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমাকে সুযোগ দেবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহরাব হোসেন ইনকিলাবকে বলেন, এই এলাকার ইসলামপ্রিয় জনগণ ভোটকে আমানত মনে করে সৎ, ন্যায়পরায়ণ ও ধর্মভীরু লোককে ভোট দিয়ে নির্বাচিত করে দুনিয়া ও আখেরাতে নাজাতের পথ সুগম করবে বলেই আমার বিশ্বাস।তিনি বলেন, আমি আশা করি, ভোটাররা ইসলামের পক্ষে মিষ্টি কুমড়া প্রতীকে তাদের রায় দেবেন। নির্বাচিত হলে মাদক, অন্যায়, অত্যাচার, শোষণ, ইভটিজিং, চুরি ও কিশোর গ্যাংসহ সকল অসামাজিক কর্মকাণ্ড বন্ধে আমার দৃঢ় পদক্ষেপ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরেক কাউন্সিলর প্রার্থী মো. আমিনুল হক ভুইয়া (রাজু) অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, সৎ ও ন্যায়ের পথে প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে জনগণ তাকে ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি এলাকার উন্নয়নে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ করেন।

সমর্থকদের নিকট গরীব, দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু, শিক্ষানুরাগী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর মো. ইসমাইল হোসেন রেডিও প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এলাকার উন্নয়ন ও সন্ত্রাস, মাদকমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গঠনে তাকে সুযোগ দেয়ার দাবি করেন তিনি।

করাত প্রতীক নিয়ে নির্বাচন করছেন আইন, প্রকৌশল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে উচ্চতর ডিগ্রিধারী প্রকৌশলী শামসুল আলম।তিনি ইনকিলাবকে বলেন, ভোট অবশ্যই একটি আমানত।সৎ. যোগ্য ও উচ্চশিক্ষিত প্রার্থী হিসেবে আমি সচেতন ভোটারদের ভোট প্রত্যাশা করি।নির্বাচিত হলে আমি আমার অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে ওয়ার্ডবাসীকে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারব বলে বিশ্বাস করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ