বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্থরা ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ক্ষতিগ্রস্থরা এই বিক্ষোভ মিছিল করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য দুই বছর আগে ভূমি অধিগ্রহণ করে সরকার। একই প্রকল্পের ফরিদপুর ও শরীয়তপুর অংশের বিল প্রদান করা হলেও মাদারীপুরের শিবচর উপজেলার ১৭টি মৌজায় অধিগ্রহনকৃত জমি ও অবকাঠামোর বিল প্রদান করা হয়নি।এতে করে ক্ষতিগ্রস্থরা মানতের জীবন যাপন করছে। তাই ক্ষতিপূরণের বিল দ্রুত প্রদানের দাবী ক্ষতিগ্রস্থরা বিক্ষোভ মিছিল করেছে।
ক্ষতিগ্রস্থ বাবু মোল্লা বলেন, আমাদের জমি অধিগ্রহণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিল প্রদান করা হচ্ছে না। একই প্রকল্পের শরীয়তপুর ও ফরিদপুরের বিল প্রদান করা হয়েছে কিন্তু দুঃখজনক আমাদের অনেকেই জমি হারিয়ে মানবেতর জীবন যাপন করলেও দীর্ঘদিনে ক্ষতিপূরণ পাইনি। আমরা ক্ষতিগ্রস্থরা দ্রুত ক্ষতিপূরণের দাবী জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।