Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাভার (ঢাকা) থেকে স্টাফ রিপোর্টার : ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওঠেছে সাভারের সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে। এ ঘটনায় ওই হাসপাতালে ভাঙচুর চেষ্টাও চালিয়েছেন মৃত গৃহবধূর স্বজনরা।

আজ শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনদের অভিযোগ, শুক্রবার দিনগত গভীর রাতে প্রসব ব্যাথা উঠলে সাভারের সাধাপুরের গোপেরবাড়ি এলাকার রাজমিস্ত্রি সানা উল্লাহর স্ত্রী মমতাজ বেগমকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সকালে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সন্তান হয়। কিন্তু ওই গৃহবধূর জ্ঞান ফেরেনি। পরে এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খবর পেয়ে সেন্ট্রাল হাসপাতালে জড়ো হন ওই গৃহবধূর স্বজনরা। এক পর্যায়ে সেখানে ভাঙচুর করার চেষ্টা করেন তারা। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৃহবধূর স্বামী সানা উল্লাহ বলেন, ‘কয়েকজন নারী দালালের পরামর্শে তার স্ত্রীকে এ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা ভুলে তার স্ত্রীর পেটের রক্ত নালীর রগ কেটে ফেলেন। এ জন্যেই তার মৃত্যু হয়েছে।’

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান।
তিনি বলেন, ঘটনাটি সত্য প্রমাণিত হলে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মৃত ওই গৃহবধূর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি গ্রামে। তার আরও দু’টি সন্তান রয়েছে।তবে এ ঘটনায় সাভার মডেল থানায় এখনও কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ