Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ভুয়া চ্যান্সেলর গ্রেফতার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহীর গোয়েন্দা পুলিশ । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৬৫), পিতা-মৃত ইয়াজ উদ্দিন। তিনি বাগমারার অর্জুনপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেকে রাজশাহীর বাগমারা থানাধীন অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন। সেই সুবাদে সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভুয়া পরিচয় প্রদান করে প্রতারণামূলকভাবে বিভিন্ন জাল কাগজপত্র প্রস্তুত করে লোকজনকে চাকরি দেয়ার কথা বলে টাকা পয়সা গ্রহণ করে থাকেন। তার কাছ থেকে বেশ কিছু জাল কাগজপত্র জব্দ করা হয়েছে। প্রকৃত পক্ষে বাগমারা থানা এলাকায় অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় নামের কোন প্রতিষ্ঠান নেই এবং গ্রেফতারকৃত ব্যক্তি কোন প্রতিষ্ঠানের চ্যান্সেলর ও চেয়ারম্যান নন।
এ বিষয়ে বাগমারা থানায় প্রতারণার মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ