Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে মেয়র প্রার্থীর ওপর হামলা

সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নির্বাচনী প্রচারণাকালে নাটোর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী (নারিকেল গাছ মার্কা) শেখ এমদাদুল হক মামুনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে এটিএন বাংলার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এই হামলায় আহত হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী এমদাদুল হক আল মামুনসহ ৮জন।
মেয়রপ্রার্থী এমদাদুল হক অভিযোগ করে বলেন, গত রোববার দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে শহরের ভবানীগঞ্জ এলাকায় নির্বাচনী গণসংযোগ করছিলেন তিনি। এ সময় একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে তার হাত ফেটে যায়। আহত হয় আরো ৭কর্মী। এ সময় হামলার ছবি তুলতে গেলে এটিএন বাংলার ক্যামেরাপার্সন আমিন হোসেনের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
উল্লেখ্য, স্বতন্ত্র মেয়রপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুনের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে গত শনিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পরের দিনই তিনি আবারো সন্ত্রাসী হামলার শিকার হলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ