Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষকের মামলায় অব্যাহতি পেলেন যুগান্তরের রাবি প্রতিনিধি বাপ্পী

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৬:২৩ পিএম

রাজশাহী বিশ^বিদ্যালয় শিক্ষকের দায়ের করা মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও রাজশাহী বিশ^বিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী। সোমবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো: জিয়াউর রহমান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। সোমবার দুপুরে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও একই মামলায় সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বর্তমান জাগো নিউজের রিপোর্টার ও সোনালি সংবাদের সাবেক রাবি প্রতিনিধি মো. আল আমিন হাসান আদিব, ক্যাম্পাস লাইভের রিপোর্টার মনিরুল ইসলাম নাঈম ও সম্পাদক আজাহার মাহমুদ, অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানকে অব্যাহতি দিয়েছেন বিজ্ঞ আদালত।
পিপি জানান, আজ সোমবার অত্র মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল। এতে ২৬৫ (গ) ধারা মোতাবেক আসামিরা অব্যাহতির আবেদন ও শুনানি করেন। মামলার তথ্য উপাত্ত পর্যালোচনা করে মামলায় সংশ্লিষ্ট সকল আসামীকে অব্যাহতি দেন বিজ্ঞ আদালত।
মামলা সূত্র জানায়, রাজশাহী বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে ‘আবাসিক হলে সিট বাণিজ্যর অভিযোগ দেশের বহুল প্রচারিত অনলাইন ও প্রিন্ট প্রায় ১১টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর ফলে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সং/১৩ এর ৫৭ ধারায় ২০১৫ সালে ৩০ অক্টোবর সাংবাদিকদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেন। চার বছর পরে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর অত্র মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ।
আসামীপক্ষের বিজ্ঞ আইনজীবী তানভীর আহমেদ জুলেট জানান, পূর্বনির্ধারিত অনুযায়ি আজ চার্জ শুনানির দিন ধার্য ছিল। সেই মোতাবেক আসামীপক্ষের হয়ে ডিসচার্জের আবেদন করি। বিজ্ঞ আদালত আবেদন ও তৎপ্রেক্ষিতে শুনানি শ্রবণপূর্বক আসামীদ্বয়কে অত্র মামলা থেকে অব্যাহতি দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ