বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহবুব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি)
উপজেলার গুনবহা ইউনিয়নের মিনাচপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আকমল শেখের ছেলে।
নিহত মাহবুবের পরিবারের সদস্যরা গনমাধ্যম কে জানান, মাহবুব সোমবার বেলা ১০টার দিকে মোটরসাইকেলযোগে ওই ইউনিয়নের নদীয়ারচাঁদ থেকে বোয়ালমারী আসছিল। গুনবহা ইউনিয়নের মিনাচপুর নামক স্থানে পৌঁছলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায়। সাথে সাথে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।