বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় ৫ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, জেলা সদরের মুন্সিডাঙ্গী এলাজার মো. ওহাব শেখ (৩৫), নাজমুল বিশ্বাস (৩০), মো. শফিক মোল্যা (৪০), স্বপন বিশ্বাস (২৮) ও মৃধাডাঙ্গী এলাকার মো. হাবিবুর রহমান (৩১)।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে নগদ ৩ হাজার ৪০ টাকা ও জুয়াখেলায় ব্যবহৃত ৫২ পিস বিভিন্ন রংয়ের তাস জব্দ করা হয়। গ্রেপ্তারদের সোমবার (১০ জানুয়ারি) বিকাল কোর্টে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার দিনগত রাতে জেলা সদরের মুন্সিডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।