Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ার ইউপি নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবার পেলেন নগদ অর্থ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৫:৫২ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারকে সোমবার বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারে নগদ এক লাখ টাকা করে দেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক নিজ সম্মেলন কক্ষ করতোয়ায় নগদ অর্থ প্রদানকালে নিহতের পরিবারের সদস্যদের বলেন,আপনাদের ক্ষতির কথা বিবেচনা করে আমরা প্রাথমিক অবস্থায় এক লাখ টাকা আপনার প্রদান করলাম,পরবর্তীতে আপনাদের জন্য আমাদের দরজা খোলা থাকলো, যে কোন সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমরা সাধ্যমত আপনাদের সহায়তা প্রদান করার চেষ্টা করবো।
সোমবার দুপুরে নগদ অর্থ প্রদান কালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ