Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীরক থেকে বাঁচতে হবে, সাতক্ষীরায় ইসলামী সম্মেলনে প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিব

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৫:৪১ পিএম | আপডেট : ৭:৩০ পিএম, ১০ জানুয়ারি, ২০২২

আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. আসাদুল্লাহ আল গালিব বলেছেন,ইসলামী জীবন গড়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় শীরক থেকে বাঁচতে হবে। মহান আল্লাহ শীরককারীদের জন্য কঠিন শাস্তির ঘোষনা দিয়েছেন পবিত্র কোরআনে। ইসলামে শীরকের কোনো ঠাই নেই। মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাসী কর্মকান্ডকেও ইসলাম সমর্থন করে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ইসলামের পথে চলতে হলে কষ্ট শিকার করতে হয়। প্রকৃত মোমিন বান্দা হতে হলে,আল্লাহর সান্নিধ্য পেতে হলে অনেক বাঁধা বিঘ্ন পার হতে হয়। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, আহলে হাদিস আন্দোলন কোনো রাজনৈতক দল নয়। তারপরও দেশের বিভিন্ন স্থানে ইসলাম বিরোধী একদল দূর্বৃত্ত আহলে হাদিসের মসজিদ ও মাদরাসা ভাংচুর করেছে। আগুনে পুড়িয়েছে। এসব দূ:ষ্কৃতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।

সোমবার ( ১০ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত ইসলামী সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন,আহলে হাদিস আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম,প্রচার সম্পাদক ড. শাখাওয়াত হুসাইন,দপ্তর সম্পাদক ড. কামরুল ইসলাম,রাজশাহী মাদরাসার শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন,আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ড. আহম্মদ আব্দুল্লাহ সাকিব,খুলনার জেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ