Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৪ টি মামলায় ৪৭০০ টাকা জরিমানা আদায়

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৫:১১ পিএম

রাঙামাটি কাপ্তাইয়ে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সড়ক ও মাস্ক বিহীন চলাচলে ভ্রাম্যমান অভিযান ১৪টি মামলা করা হয়েছে।

সোমবার বেলা ১ টা ৩০ মিনিট হতে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলা সদর, বারঘোনিয়া,ও রেশন বাগান এলাকার কাপ্তাই- চট্টগ্রাম সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সড়ক পরিবহণ লাইসেন্সবিহীন, ফিটনেসসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ৪হাজার ১শ'টাকা এবং মাস্কবিহীন চলাচলে ৩টি মামলায় ৬০০টাকা মোট ১৪টি মামলায় ৪হাজার ৭শ'টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমাণ অভিযানে।

এসময় কাপ্তাই থানার উপ পরিদর্শক মো. ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ।

ছবিসংযুক্তঃ কাপ্তাইয়ের সড়ক পরিবহণ ও মাস্কবিহীন চলাচলে ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ