বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিনি (র্যাব)-৯ সিলেটের নতুন অধিনায়ক হিসেবে যোগদান পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি)। গতকাল রোববার (৯ জানুয়ারি) দুপুরে র্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের (পিএসসি, এএসসি) কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান।
বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য থেকে জানা যায়, বিদায়ী অধিনায়ক প্রত্যাবর্তন করেছেন লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। এদিকে, সিলেটে যোগদানের আগে র্যাব-৮ (বরিশাল বিভাগ)- এ কর্মরত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান (পিএসসি, আর্টিলারি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।