Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেদ্দায় প্রবাসীদের জন্য সোনালী ব্যাংকের বিভিন্ন উদ্যোগ

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবের জেদ্দায় সোনালী ব্যাংক প্রতিনিধি অফিস বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। এ লক্ষ্যে জেদ্দায় সোনালী ব্যাংকের প্রতিনিধি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের লোকজন সম্প্রতি তায়েফ সফর করে বিভিন্ন ব্যাংকিং সেবা দিয়েছেন। বর্তমানে সউদী আরবে কর্মরত প্রায় ১৪ লাখ প্রবাসী রয়েছে। বর্তমানে অনেকেরই ঘওউ কার্ড না থাকায় তার তাদের অর্জিত অর্থ দিয়ে সবচেয়ে লাভজনক বন্ড কিনতে পারছে না সোনালী ব্যাংকের মাধ্যমে।
জেদ্দায় সোনালী ব্যাংকের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বলেন, আগে পার্সপোর্ট দিয়েই এই বন্ড কিনতে পারতেন এখানের প্রবাসীরা। কিন্তু সরকার হঠাৎ করে ঘওউ বাধ্যতামূলক করায় অনেকেই এই সুবিধা নিতে পারছেন না । যেহেতু কনসুলেট জেনারেল অফিস ঘওউ সরবরাহ করেন না তাই সবাইকে এটা সরবরাহ না করা পর্যন্ত এটা বাধ্যতামূলক করলে প্রবাসীরা এই ব্যাংকিং সুবিধা নিতে পারবেন না। তিনি আরও বলেন এর ফলে প্রবাসীরা দেশে অবৈধ পথে তাদের অর্জিত বৈদেশিক মূদ্রা বিনিয়োগ করছেন বা দেশে পাঠাচ্ছেন। তাই তিনি আগের মত যাতে পার্সপোর্ট বা ভিসা দেখিয়েই এই সেবা নিতে পারেন তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনালী ব্যাংক

২৭ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ