রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া জেলা বিএনপির আহবায়ক বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করেনা বলে জনগণের ভোট চুরি করে দিনের ভোট রাতে সিল মেরে ক্ষমতা ধরে রাখতে চায়। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ ৯০ সালে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়। গত শনিবার বিকেলে স্থানীয় ফারিস্তা কমিনিউটি সেন্টারে বগুড়ার সান্তাহার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আলী আজগর হেনা, প্রধানবক্তা হিসাবে বক্তব্যে রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্মআহবায়ক ফজলুল বারি তালুদার বেলাল, বিশেষ বক্তা হিসাবে বক্তব্যে রাখেন হামিদুল হক চেীধরী হিরু, সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরোও বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায় অ্যাড. সাইফল ইসলাম, আহবায় কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, মাহবুবুর রহমান বকুল, আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়াম্যান আব্দুল মহিত তালকদার, সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো. কামরুল হাসানসহ প্রমুখ। প্রধান অতিথি আরোও বলেন, বর্তমান সরকার জিয়া পরিবারকে ভয়পায় বলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়াপাসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে রেখেছে, শুধু তাই নয় বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অচিরেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে যদি বিদেশে যেতে না দেয়া হয় তাহলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রম করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। ১৪৪ ধারা আর কারফিউ দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রাম ঠাকানো যাবে না। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন বাচ্চু, আর ৯টি ওয়ার্ডের কাউন্সিলারদের ভোটে আকতারুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক, মো. জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং মামুন সহসংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।