রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাটের ফকিরহাট আধুনিক প্রযুক্তিতে বোরো ধান উৎপাদান ও ব্যবস্থাপনা বিষয়ে ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রোববার সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে জিকেবিএসপি প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন, জিকেবিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জিকেবিএসপি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. তৌহিদীন ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, কৃষ্ণা সরকার প্রমুখ।
বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিযোগীতায় টিকে থাকতে হলে কৃষকদেরর আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে। কৃষিতে যত বেশি প্রযুক্তির ব্যবহার করা হবে উৎপাদন খরচ তত কম হবে।
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন চাষি অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।