রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হাজার হাজার মুসল্লির অংশগ্রহণের মধ্যদিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ইজতেমা। গত শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাতে দেশ জাতির কল্যাণসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মাওলানা ইদ্রীস। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ইজতেমা ময়দান। মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে নারীরাও অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার বাদ ফজর তাবলিগ জামাতের পাকিস্তানি সাথি মো. আব্দুর রহমান আমবয়ান করেন এবং বাংলাদেশের সাথি মো. জিয়া বাংলায় তরজমার মধ্য দিয়ে এ জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এবারের ইজতেমা ভারতের নিজাম উদ্দিন মার্কাজের (মাওলানা সাদ সাহেব) অনুসারী তাবলিগ জামাত এই ইজতেমার আয়োজন করেন। বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীরে। ইজতেমায় অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লি ও সাথীরা ময়দানে এসে সমবেত হন। ইজতেমায় মাওলানা মো. বোরহান উদ্দিনের তত্তাবধানে দেশের বিভিন্ন এলাকা থেকে ছয় ও ভারতীয় তিনজনসহ নয় জনের একটি জামায়াত অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।