Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তার ভিখারিও যদি সমর্থন দেয় মাথা পেতে নেবো : তৈমূর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ৮:৪৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‌আমাকে যদি রাস্তার একটা ভিখারি সমর্থন দেয়, সেটা আমি মাথা পেতে নেব। আজ রবিবার সকালে ১২নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তৈমূর বলেন, সরকারি দলের মধ্যে যে কোন্দল রয়েছে, এতে আমার লস কী? সবাই এগিয়ে আসছে। তারা কি ট্যাক্স দেয় না? তারা কি পানি খায় না? রাজনীতি পরের বিষয়। আগে এটা আমাদের নিজস্ব এলাকা এটা নিজের শহর। সংখ্যালঘু বলতে আমি কিছু বুঝি না। সকলে বাংলাদেশের নাগরিক। তবে মসজিদ-মন্দিরের জায়গা দখল হয়েছে বলে নারায়ণগঞ্জবাসীর একটা অভিযোগ আছে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। এর মাধ্যমে নানান আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তবে আমি নারায়ণগঞ্জের জনগণকে আশ্বস্ত করতে চাই। নারায়ণগঞ্জের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস। এ নারায়ণগঞ্জে কখনো সরকারি দলের প্রার্থী পাস করে না। বিএনপির আমলেও সরকারি দলের প্রার্থী পাস করেনি। আইভী যে ২০১১ সালে পাস করেছে, সেটা বিদ্রোহী প্রার্থী হিসেবে পাস করেছে। দল তখন কেন আমাকে বসিয়ে দিয়েছে, তা তো জানি না। তবে মওদুদ সাহেব এসে বলেছিলেন শামীম ওসমানকে ফেল করানোর জন্য তৈমূরকে বসিয়ে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ