Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লাস্টিক সার্জারি পর নির্যাতনের শিকার বলিউড অভিনেত্রী!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ৮:০০ পিএম

বলিউড ইন্ডাস্ট্রিতে পুরোদমে স্বজনপোষণ বহাল তবিয়তে আছে, সে কথা খোলা গলায় জানালেন বলি অভিনেত্রী কোয়েনা মিত্র। উল্লেখ করেছেন বলিউডের দলবাজির শিকার হওয়ার ব্যাপারেও। পাশাপাশি আরও জানালেন প্লাস্টিক সার্জারি করানোর সুবাদে তাকে রীতিমতো একঘরে করে দিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি।

কোয়েনা বলেন, ‘বলিউডে স্বজনপোষণ আছে ভীষণভাবে। রয়েছে দলবাজি। সেসবের শিকারও হয়েছি। সবরকমের আচরণ পেয়েছি। এক সময় সম্পূর্ণ বহিরাগত হয়েও বি-টাউনে দারুণ সব ছবির প্রস্তাব পেয়েছি, কাজ করেছি আবার যখন সবচেয়ে বেশি কাজের দরকার ছিল আমার তখন পাইনি। কোনও সহকর্মী সমর্থন করেননি আমাকে। সোচ্চারে আমার হয়েও গলা ফাটায়নি। এই অভিযোগ আমার আজও রয়েছে। থেকে যাবেও।’

‘সাকি সাকি’ গানখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি জানতাম না বলিপাড়ায় সার্জারি করিয়ে সে ব্যাপারে মুখ খোলা নিষেধ। প্লাস্টিক সার্জারি নতুন কিছু নয়। তবে তা করে যে খোলাখুলি কথা বলা যায় না সেসব ব্যাপার একেবারেই জানা ছিল না। তাই তো একজন জিজ্ঞেস করামাত্রই স্বীকার করে নিয়েছিলাম প্লাস্টিক সার্জারি করানোর কথা। ব্যাস! মনে হলো পুরো পৃথিবী আমার পিছনে পড়ে গেছে। সার্জারি করার পর তিন বছর ধরে ক্রমাগত মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল আমাকে। দেখলাম বলিপাড়ার অনেকেই আমার থেকে দূরত্ব রাখা শুরু করে দিলেন। আমাকে ঘিরে রাজ্যের নেতিবাচক খবর চলতে লাগল।’

তবে প্লাস্টিক সার্জারি করানো নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী বলেন, ‘প্লাস্টিক সার্জারি নিয়ে আমার কোনো অনুশোচনা ছিল না এবং হবেও না। যা করেছি, আমারই সিদ্ধান্ত ছিল। আমি বুঝতে পারিনি, এটি নিয়ে অন্যদের সমস্যা কী? আমার মুখ, আমার জীবন, আমি যা খুশি করব, এতে অন্যের কী?’

একেবারে শেষে বলিউডে স্বজনপ্রীতি ও দলাদলির শিকার হয়েছেন জানিয়ে কোয়েনা বলেন, ‘ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এই অভিযোগ আমার আজীবন থাকবে। আমার পাশে দাঁড়িয়ে তারা কখনো সরাসরি কোনো কথা বলেনি।’

উল্লেখ্য, কোয়েনা মিত্র ‘রোড’ সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন। এরপর ‘হেয় বেবি’, ‘আপনা স্বাপ্না মানি মানি’, ‘মুসাফির’সহ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। সর্বশেষ ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে দেখা গেছে কোয়েনাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ