Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় বোনকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দিয়েছে ভাই ও ভাতিজা

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ৫:০৬ পিএম

ছাগলনাইয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই বোনকে লাঠি দিয়ে বেদড়ক পিটিয়ে একজনের ডান হাতের ডান হাতের বৃদ্ধাঙ্গুলী ভেঙ্গে দিয়েছে ভাই ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের রহমান ব্রিকসের সামনে। এ ঘটনায় ভাতিজা সাখাওয়াত হোসেন তানজিবকে (২৭) প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন বোন আরিফা সুলতানা। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, মাটিয়াগোধা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক কেরানী মৃত্যুর পূর্বে অনেক অর্থ সম্পদ রেখে যান। বাবার রেখে যাওয়া সব সম্পত্তি ৫ বোনকে বঞ্চিত করে ৩ ভাই জোর পূর্বক ভোগদখল করতে থাকে। সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভাই-বোনদের মধ্যে পৈত্রিক সম্পত্তির সীমানা চিহ্নিত করে আপোষ মীমাংশার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার দিন সকাল ১১ টায় জয়নগর এলাকায় পৈত্রিক সম্পত্তিতে সামছুন নাহার (৬৩) ও সেলিনা বেগম (৫২) গেলে ভাতিজা সাখাওয়াত হোসেন তানজিব ও ভাই মুন্সি মাইন উদ্দিন মাবুসহ ১০ -১২ জন একদল লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়। ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ