Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিপ্রবিতে ২০২১ শিক্ষাবর্ষের মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ২:২৫ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ মেধাতালিকা হতে ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। রোববার সকাল ৯.৩০ টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। জিএসটি গুচ্ছভুক্ত 'বি' এবং 'সি' ইউনিটের অধীন বিজনেস স্টাডিজ অনুষদ ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ভর্তি কার্যক্রম আজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মোঃ কুতুব উদ্দিন, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মোঃ নওশের ওয়ান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারি প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি ও ১৬ জানুয়ারি যথাক্রমে 'এ' ও 'বি', সি ইউনিটের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের রিপোর্টিং এবং ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ