Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজনের মৃত্যু শনাক্ত ১১১৬

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯ জনে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর একদিন আগে একজনের মৃত্যু ও ১ হাজার ১৪৬ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের তথ্যানুযায়ী, টানা তৃতীয় দিনের মতো করোনাতে নতুন শনাক্ত এক হাজারের ওপর। গতকাল করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫৮৬টি। তাতে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৬ জন। পরীক্ষা তুলনায় কম হলেও শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়ে। এর আগে গত শুক্রবার স্বাস্থ্য অধিদফতর ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষার বিপরীতে এক হাজার ১৪৬ জন শনাক্তের তথ্য জানিয়েছিল। অপরদিকে গত বৃহস্পতিবার ২৩ হাজার ৪৩৫টি পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন এক হাজার ১৪০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৭৯ শতাংশ। গত শুক্রবার এ হার ছিল পাঁচ দশমিক ৬৭ শতাংশ। গত বৃহস্পতিবার এ হার ছিল ৪.৮৬ শতাংশ। গত ২১ সেপ্টেম্বর করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবের পর শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছিল। সেদিন স্বাস্থ্য অধিদফতর এ হার ৪ দশমিক ৬৯ শতাংশ বলে জানিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ