বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সুইটি আক্তার কে শনিবার বেলা ১২টার দিকে কালকিনি পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর লাবু মিয়া জীবননাশের হুমকি প্রদানসহ লাঞ্ছিত করেছে।
ঘটনাটি ঘটে কালকিনি উপজেলার গোপালপুর ব্রিজের কাছে. ওই এলাকায় সুমন ব্যাপারে নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে বলে গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্যের তথ্য সংগ্রহ করার জন্য ঘটনার সময় সাংবাদিক সুইটি আক্তার সেখানে গেলে পথিমধ্যে কাউন্সিলর লাবু মিয়া তার ৩/৪ জন সহযোগী সাংবাদিকের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনা আঁচ করতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে কাউন্সিলর ও তার সহযোগীরা তৎক্ষণাৎ ঘটনাস্থল হইতে চম্পট দেয়। এই ঘটনায় সুইটি আক্তার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাসেল জানান, সাধারণ ডায়েরি ভুক্ত হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।