রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন জিপ গাড়িটি গত ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। ফলে উপজেলা স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার আসাদ জানান, গত ২০ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিক মাহমুদ ঢাকায় মহাখালীতে বদলি সূত্রে বিদায় বেলায় উক্ত জিপ গাড়িটি নিয়ে যান। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ গাড়িটি কোথায় আছো জানতে পারছে না। গত বছর ঢাকা থেকে নতুন জিপ গাড়িটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেয়া হয়। গাড়ির কোন রেজিস্টেশনও করা হয়নি। গাড়িটি তেমন চলাচল না করিলেও স্বাস্থ্য কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যবহার করতেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিক মাহমুদ গতকাল শনিবার জানান, তিনি ঢাকা মহাখালীতে স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন।
গোয়ালন্দ হাসপাতালের জিপ গাড়িটি নষ্ট হওয়ায় ঢাকায় গ্যারেজে রয়েছে। অভিযোগ রয়েছে নতুন গাড়িটি কোন ট্রেন্ডার ছাড়াই মেরামতের উদ্দেশ্যে গ্যারেজে নেয়ার নিয়ম না থাকিলেও কিভাবে গ্যারেজে নেয়া হয়েছে তা জানা যায়নি। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএসআই ডা. মৌসুমী আক্তারের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।