Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে দেশের প্রথম পরিবেশ স্কুল উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

‘আমার দেশ আমার পরিবেশ-গড়বো সুস্থ সুন্দর বাংলাদেশ’ শ্লোগানে গত শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আদমপুর গ্রামের পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার ও সম্প্রসারণের জন্য দুই বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ছয় বার সরকারিভাবে চট্টগ্রাম বিভাগে শীর্ষ স্থান অর্জনকারী মতিন সৈকত তার নিজ বাড়িতে পরিবেশ, জলবায়ু, কৃষি, নদী, সেচ, জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও নিরাপদ খাদ্য বিষয়ক দেশের প্রথম জনসচেতনতা এবং গবেষণামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবেশ স্কুল প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা মতিন সৈকত। তিনি বলেন, ‘তিন দশকের বেশি সময় ধরে কৃষি, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য আন্দোলন, খাল-নদী-পুনঃখনন, পরিবেশ-জীব বৈচিত্র্য জলাশয়-বন্যপ্রাণী সংরক্ষণ, পাখি উদ্ধার এবং অবমুক্তকরণ, নাগরিক বর্জ্য থেকে নাগরিক সার রুপান্তর, সবুজায়ন আন্দোলন, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা করে চলছি। দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আন্দোলনের ধারাবাহিকতায় আজকে দেশের প্রথম বাংলাদেশ পরিবেশ স্কুল উদ্বোধন করি।’
প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্টেন্স সিসিডি’র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা এম এ সামাদ। বক্তব্যে রাখেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফকর উদ্দিন আহমেদ, চৌধুরী সোহেলসহ বিভিন্ন কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ