রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন (৮৫) ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। টানা ৩৩ বছরের এই ইউপি চেয়ারম্যান আলেকজান্ডার কলেজের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দীন নিজান, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর, রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু ও সাধারণ সম্পাদক আমানত উল্যাহ প্রমুখ। জনপ্রিয় এই চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার বাদ জোহর স্থানীয় বালুরচর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।