বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিচ্ছন্ন ও স্নিগ্ধ ক্যাম্পাস চাই স্লোগান নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। শনিবার (৮ জানুয়ারি) বিকাল তিনটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুদরত ই জাহান এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের এমন শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, এই অভিযানের কার্যক্রম চলমান থাকুক। এটা যেন লোক দেখানোতেই শুধু সীমাবদ্ধ না থাকে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন,
এই ক্যাম্পাস তোমাদের। আর তোমরা আমাদের প্রাণের স্তম্ভ। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষা করা কারো একার প্রয়াস নয়। তোমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। ক্যাম্পাসে অবস্থানরত দোকানদারদের সতর্ক করে উপচার্য বলেন, দোকানের আশেপাশে প্লাস্টিক, পলিথিনের ময়লা-আবর্জনা থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
এসময় ক্যাম্পাসের লাইব্রেরী চত্বর, ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন, টুকিটাকি চত্বর সহ রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় শিক্ষক ও শিক্ষার্থীদের।
পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, উপ- উপচার্য চৌধুরী মো.যাকারিয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস,বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।