Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর হাপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৬:১১ পিএম

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন উরফে সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নওগাঁ বিজিবি-১৬, সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণস্বদা গ্রামের মো.আলাউদ্দীন এর ছেলে। স্থানীয়রা জানান, শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাঠে কাজ করতে যেয়ে তারা মরদেহ দেখতে পান। বাংলাদেশ-ভারত সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ ( ওসি ) তারেকুর রহমান সরকার জানান, ভারত থেকে ভোরে ফেরার পথে বিএসএফ এর গুলিতে সালাউদ্দীন মারা যায়। লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে রয়েছে তাদের সীমান্তে। বিবিজির পক্ষ থেকে লাশ ফেরত আনার জন্য আলোচনা চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নওগাঁ ১৬ বিজিবির সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বলেন, নিহত যুবক সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহত মকবুল ওরফে সালাউদ্দিন গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন। ধারনা করা হচ্ছে শনিবার ভোরে কোন এক সময় ভারত থেকে অবৈধভাবে গোপনে গরু আনার সময় বিএসএফ এর গুলিতে সে মারা যায়। বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) লাশ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে । যথাযথ ব্যবস্থা গ্রহণ করে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ