Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিকৃবিতে ভিত্তি প্রস্থর স্থাপনস হলো কেন্দ্রিয় মন্দির নির্মানের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ৪:২৮ পিএম

ভিত্তি প্রস্থর স্থাপিত হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় মন্দির নির্মাণের। আজ শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় মন্দিরের জন্য নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার স্থাপন করেন এ ভিত্তিপ্রস্থর। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সেই অগ্রযাত্রার অংশ এবং নিসন্দেহে আজকের এইদিন বিশ্ববিদ্যালয়ের জন্য ও হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি মাইলফলক’। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি. কে. চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন এবং রেজিষ্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব। পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অর্থায়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ মন্দির নির্মাণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ্ও ব্যয় করবেন নিজস্ব অর্থ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, বিভিন্ন অনুষদের হিন্দুধর্মালম্বী শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ