Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএনসিসি মেয়রের অভিযানে দখলমুক্ত ফুটপাথ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের ঝটিকা অভিযানে মিরপুরের হেমায়েত উদ্দীন বীর বিক্রম সড়কের ফুটপাথ ৩০ মিনিটেই দখলমুক্ত করা হয়েছে। একইসঙ্গে ফুটপাথের পাশেই অবৈধভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারটিও উচ্ছেদ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ওই এলাকায় ঝটিকা পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র। এ সময় ঝটিকা অভিযানে ওই এলাকার ফুটপাথ দখলমুক্ত করা হয়। পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা বাজারেও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয়া হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নতুন বছর উপলক্ষে মশক নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামেন।
আতিকুল ইসলাম সকালে মিরপুরের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে ফিরছিলেন। হঠাৎ রাস্তার পাশে ফুটপাথ দখল করে স্থাপিত কাঁচাবাজারটি তার নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থামিয়ে ফুটপাথে বাজার বসানোর কারণ জানতে চান। কোনো সঠিক উত্তর না পাওয়ায় সঙ্গে সঙ্গে ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ দেন। সিটি করপোরেশনের কর্মীরা এসে ৩০ মিনিটের মধ্যেই দোকানপাট সরিয়ে ফুটপাতটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এসে ফুটপাথের পাশে স্থায়ীভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বাজারটির অনুমতিপত্র দেখাতে বলা হলেও কেউ তা দেখাতে পারেনি। তাৎক্ষণিকভাবে মেয়র মো. আতিকুল ইসলাম এটি গুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যাতে পায়ে হেঁটে চলাচল করতে পারে এ জন্য ফুটপাথ তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফুটপাথ দখল করে কাঁচাবাজার বসানো হয়। মানুষ বাধ্য হয়ে ফুটপাথ ছেড়ে মূল রাস্তা দিয়ে চলাচল করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সিটি করপোরেশন অবৈধ দখল মুক্ত করতে কোন দখলদার নোটিশ দেবে না। ডিএনসিসি চলবে তার নিজের গতিতে।
এর আগে ডিএনসিসি মেয়র চিড়িয়াখানার পাশে জাতীয় উদ্যানে মশক নিধন কার্যক্রম দেখতে যান। এ সময় তিনি উদ্যানের ডোবাগুলো পরিদর্শন করে এর বাস্তব চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি উদ্যানের পরিচালককে আগামী ৭ দিনের মধ্যে ডোবাটি পরিষ্কার করতে বলেন। সাত দিন পর আবারও স্থানটি পরিদর্শনে যাবেন বলে জানান।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাসেম মোল্লা আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ