Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রানাকে পুলিশে সোপর্দ করলেন ইউএনও

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১০:২৬ পিএম

নির্বাচনের ফল প্রকাশের সময় অনুমতি ছাড়াই ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে প্রবেশের চেষ্টা ও ইউএনও’র গাড়িচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মাহবুব হাসান রানার বিরুদ্ধে। এমন অভিযোগ এনে রানাকে পুলিশে সোপর্দ করেছেন ইউএনও মোঃ তাজুল ইসলাম। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মাহবুব হাসান রানা। বুধবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ইউএনও মোঃ তাজুল ইসলাম বলেন, আজ গফরগাঁওয়ে নির্বাচন হয়েছে। তাই আমার কক্ষে এডিসি (রেভিনিও) স্যারসহ ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। এসময় বাইরের কারও এখানে আসার অনুমতি ছিল না। কিন্তু নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার জন্য মাহবুব হাসান রানা কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করেন ও অফিসের কর্মচারীকে মারধর করেন। এ সময় আমার গাড়িচালক আহত হয়েছেন। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মাহবুব হাসান রানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও আমি সাধারণ সম্পাদক। আমি গত চার মাস ঢাকায় ছিলাম। আমি কার্যালয়ে গিয়েছিলাম ইউএনওর সঙ্গে দেখা করতে। আর কোনো উদ্দেশ্যই ছিল না। কিন্তু গেটে আটকানোর কারণে আমার পরিচিতজনদের সঙ্গে বাগবিতন্ডা হয়েছে। কোনো হামলার ঘটনাই ঘটেনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমাকে থানায় রাখা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা হলে আমি তা আইনিভাবে মোকাবিলা করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ